Type Here to Get Search Results !

কয়েনের বিনিময়ে এটিএম থেকে জল জিবিতে

তন্ময় বনিক,আগরতলাঃ
 এটিএম থেকে এবার টাকা নয় জল। এক টাকার কয়েন ভিতরে ফেললে আসবে ১ লিটার পরিশ্রুত পানীয় জল। এমনভাবে আপনি ৫ তাকার কয়েন পর্যন্ত এটিএমের ভিতরে ফেলতে পারবেন। বিনিময়ে পাবেন ৫ লিটার জল। রাজ্যে এই প্রথম সর্বসাধারণের জন্য চালু হলো " WATER ATM " । ওএনজিসি এর কল্যাণে জিবি হাসপাতালে তা চালু করা হয়েছে।
শুক্রবার(৩১আগস্ট) আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এর উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী ওএনজিসি এর প্রশংসা করেন। 
বলেন রাজ্যের আরও বিভিন্ন জায়গায় এধরণের " WATER ATM " চালু করার জন্য ওএনজিসি এর সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা চলছে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে আগস্ট ২০১৮ইং  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.