আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের সংস্কৃতির জগতে ইন্দ্রপতন

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
    প্রয়াত হলেন বিশিষ্ট কবি,লেখক ও সাংবাদিক স্বপন সেনগুপ্ত।রাজ্যের সংস্কৃতির জগত হারালো এক অভিভাবককে।রবিবার সকাল ১১টা ১০মিনিট নাগাদ আইজিএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
    এদিন দুপুরে শবদেহ আনা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার সহ অন্যান্য সাংবাদিকরা। 


    ছিলেন বিশিষ্ট লেখক সাহিত্যিকরাও। প্রয়াত স্বপন সেনগুপ্ত উচ্চ রক্তচাপ, কিডনি জনিত সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এদিন বিকেলেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্বপন সেনগুপ্তের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও তাঁর এক একটি সৃজনশীল লেখা অমর হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

    কভার ছবিঋণঃ শঙ্খ সেনগুপ্ত
    ছবি ঃ সুমিত কুমার সিংহ 

    ১৯শে মে ২০১৯ইং 

    3/related/default