আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘প্রজন্মের চেতনায় মননের চাষ’ - বাংলাদেশ থেকে সন্ধ্যা তারা

    আরশি কথা
    ‘প্রজন্মের চেতনায় মননের চাষ’

    জানালার শার্শি দিয়ে আকাশে বিছিয়ে দিয়েছি চোখ, জমাট বাঁধা নীল রঙের গালিচায় তুলে দিয়েছি হৃদয় আমার। না বলা কথা,ধুলোর ছিটে ফোঁটা উপচে পড়া যন্ত্রণার বুঁদ বুঁদ স্ট্যাচু হয়ে বসে আছে হৃদয়ে আমার। আমি বোবা রঙে রাঙিয়েছি প্রেম না বলা কথাগুলো স্তব্ধ কবিতায় ঝরে পড়েছে ভাষার সাথে বিবেদটুকু মেটাতে পারিনি। স্যাঁতস্যাঁতে ইচ্ছের এবড়ো থেবড়ো চাতালে----- থমকে দাঁড়িয়েছে। আমার দু'চোখে বিবর্ণ জ্যোৎস্না তবু তুমি সত্যি। রোদ-ছায়ার খেলার মতো সত্যি, তুমি সত্যি,নিবিড় সত্যি। সীমাহীন দিগন্তে হতাশার দৃষ্টির মতো সত্যি। ভালোবাসাহীন এ ভালোবাসা প্রজন্মের চেতনায় এ যেন মননের চাষ!

    - সন্ধ্যা তারা, বাংলাদেশ

    ১৭ই মে ২০২০


    3/related/default