" স্পিক আপ ফর ডেমোক্রেসি "-তে কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগের আঙুল ছাত্রনেতার

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
বিশ্ব যখন করোনা মহামারীর কারণে ভীত সন্ত্রস্ত তখন দেশের শাসক দল ক্ষমতা দখলের খেলায় মেতেছে।রবিবার (২৬ জুলাই) জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে " স্পিক আপ ফর ডেমোক্রেসি " কার্যক্রমে অংশগ্রহণ করে ছাত্রনেতা সম্রাট রায় এইভাবেই কেন্দ্রীয় সরকারের প্রতি অভিযোগের আঙুল তোলেন।পাশাপাশি আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আভাসও দেন।এছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গেও বিস্তর অভিযোগ তুলে তা ঠিক করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২৬শে জুলাই ২০২০
3/related/default