Type Here to Get Search Results !

উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ: ত্রিপুরা

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর, আরশিকথাঃ ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেব বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আগরতলায় নবনিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। সোমবার (০৯ নভেম্বর) বিকেলে উপ-মুখ্যমন্ত্রীর দফতর সেক্রেটারিয়েটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ ও ত্রিপুরার জনগণের কল্যাণে বহুমাত্রিক যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। নবনিযুক্ত সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন বলেন, ‘উনি (উপ-মুখ্যমন্ত্রী) মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধির করার ওপর জোর দিয়েছেন।’ ত্রিপুরার উন্নয়নে তিনি বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেছেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেব বর্মা। এ সময় ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের মাত্রা ও গভীরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন সহকারী হাইকমিশনার। উক্ত সাক্ষাৎকালে সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. জাকির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আরশিকথা ত্রিপুরা খবর

৯ই নভেম্বর ২০২০
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.