আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিটি সেন্টার আর্ট গ্যালারীতে চিত্র প্রদর্শনী

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার(৩মে) রাজধানীর সিটি সেন্টারের আর্ট গ্যালারীতে শুরু হল তিনদিনব্যপি এক চিত্র প্রদর্শনী। দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন "সুরনন্দন ভারতী"র রাজ্য শাখা এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী চলবে শনিবার(৫মে) অবধি। এদিন সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকারের সদভাবনাগুলো এদিন তুলে ধরেন।
    তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের চিত্রশিল্পীদের যদি রোজগারের ব্যবস্থা না করা যায় তাহলে চিত্রশিল্পের সুপ্রাচীন ঐতিহ্য ক্ষতির সম্মুখীন হবে। স্থায়ী আর্ট গ্যালারী সহ এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবেন বলে জানান। প্রদর্শনীটিতে নবীন, প্রবীণ এবং প্রয়াত শিল্পীদের মোট চল্লিশটি ছবি প্রদর্শিত হয়। রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পীগণ এবং গুণীজনেরা এদিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 
     এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "সুরনন্দন ভারতী"র সর্বভারতীয় সম্পাদক ঋতিশ চক্রবর্তী, রাজ্য শাখার সাধারণ সম্পাদক শিবানী গোস্বামী এবং প্রদর্শনীর আহ্বায়ক অঞ্জন বণিক সহ অন্যান্যরা। 

             
    3/related/default