বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
২০১৯ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এগিয়ে চলেছে বিজেপি এবং কংগ্রেস। পিছিয়ে নেই এই দুই প্রধান রাজনৈতিক দলের শাখাসংগঠনও। প্রবল উদ্যমে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে এনএসইউআই এবং যুব কংগ্রেস। এনএসইউআই এর সর্বভারতীয় নেতৃত্ব আগরতলার মাটি থেকে ফিরে যাওয়ার পর রাজ্যে এলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক। বুধবার(২০জুন) এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী জানান, বিগত ২৫ বছরে রাজ্যের মানুষ অনেক ক্ষেত্রেই বঞ্চিত থেকে গেছে। আর বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিকল্প কর্মসংস্থানের প্রসঙ্গে পানের দোকানের লাভালাভের তথ্য দিচ্ছেন রাজ্যের ছেলেমেয়েদের।
রাজ্য জুড়ে এই বিষয়টি নিয়ে আন্দোলনে যাবে কংগ্রেসের যুব নেতৃত্ব ও প্রতিনিধিরা। এছাড়াও আরও নানা বিষয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন শ্রী চক্রবর্তী। তিনি বলেন বিজেপি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেনা। আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যে তারা আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে জুন ২০১৮ইং
২০১৯ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এগিয়ে চলেছে বিজেপি এবং কংগ্রেস। পিছিয়ে নেই এই দুই প্রধান রাজনৈতিক দলের শাখাসংগঠনও। প্রবল উদ্যমে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে এনএসইউআই এবং যুব কংগ্রেস। এনএসইউআই এর সর্বভারতীয় নেতৃত্ব আগরতলার মাটি থেকে ফিরে যাওয়ার পর রাজ্যে এলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক। বুধবার(২০জুন) এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী জানান, বিগত ২৫ বছরে রাজ্যের মানুষ অনেক ক্ষেত্রেই বঞ্চিত থেকে গেছে। আর বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিকল্প কর্মসংস্থানের প্রসঙ্গে পানের দোকানের লাভালাভের তথ্য দিচ্ছেন রাজ্যের ছেলেমেয়েদের।
রাজ্য জুড়ে এই বিষয়টি নিয়ে আন্দোলনে যাবে কংগ্রেসের যুব নেতৃত্ব ও প্রতিনিধিরা। এছাড়াও আরও নানা বিষয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন শ্রী চক্রবর্তী। তিনি বলেন বিজেপি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেনা। আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যে তারা আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে জুন ২০১৮ইং