আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহিলাদের সুরক্ষা নিয়ে সোচ্চার মহিলা কংগ্রেস- মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধির দাবি এনএসইউআই এর

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    রাজ্য বিধানসভায় একটিও আসন না থাকলেও বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে প্রদেশ কংগ্রেস ও এর শাখা সংগঠনগুলি। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নির্দেশে সোমবার(১৬জুলাই) আগরতলায় আক্রোশ র‍্যালি করে প্রদেশ মহিলা কংগ্রেস। র‍্যালিটি শুরু হয় কংগ্রেস ভবনের সামনে থেকে।
    মহিলাদের সুরক্ষা ও মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে মূলত এই র‍্যালির আয়োজন করা হয়। তাছাড়া রেশনে পুনরায় চিনি প্রদান, পে কমিশন দেওয়ার মতো বেশ কিছু দাবিদাওয়া তোলা হয়। এদিকে মিড ডে মিল প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানোর দাবি তুলেছে এনএসইউআই। 
    রাজ্যে প্রাথমিক স্তরে একজন শিক্ষার্থী পিছু মিড ডে মিলে দৈনিক বরাদ্দ ৪.২২ টাকা। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মাথাপিছু দৈনিক বরাদ্দ ৬.১৮ টাকা। এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, এই টাকায় পুষ্টিকর খাবার তো দূরের কথা নষ্ট খাবারও জুটবে না। তাই সংগঠনের পক্ষ থেকে মিড ডে মিলে অর্থ বরাদ্দের হার বাড়ানোর দাবি জানানো হয়। এদিন পাঁচজনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন মাধ্যমিক শিক্ষা ও প্রকল্প অধিকর্তা ইউ কে চাকমার কাছে। 
    সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দাবি মানা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৬ই জুলাই ২০১৮ইং            
    3/related/default