Type Here to Get Search Results !

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে ডঃ ভি.এল ধারুরকর


তন্ময় বনিক,আগরতলাঃ 
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন ডঃ ভি.এল ধারুরকর। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের গড়িমা বৃদ্ধি করার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। 
সারা দেশে বিশেষ করে পূর্ব ভারতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার নেতৃত্ব দিতে পারে সেই জায়গায় নিয়ে যেতে চান বলে জানান তিনি।
নতুন উপাচার্য বলেন, দুনিয়ার মধ্যে মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চান এই বিশ্ববিদ্যালয়কে। এর জন্য সবার সহযোগিতা কামনা করেন। অর্থাৎ নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই বুঝিয়ে দিতে চান বিশ্ববিদ্যালয়ের খোলনলচে বদলে ফেলবেন। 

বিশ্ববিদ্যালয়ের গড়িমা বৃদ্ধি ও মডেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেই তিনি যা বোঝাবার সব বুঝিয়ে দিয়েছেন। প্রথম দিনেই উপাচার্যকে অনেকটা ব্যস্ত দেখায়। সাংবাদিকদের সঙ্গেও খুব বেশী কথা বলেননি। তিনি যে কাজের মধ্যেই থাকতে চান তা প্রথমদিনেই বুঝিয়ে দিতে চেয়েছেন। এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মী ও আধিকারিকরা নয়া উপাচার্যকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। 


ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই জুলাই ২০১৮ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.