ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করলেন ডঃ ভি.এল ধারুরকর। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের গড়িমা বৃদ্ধি করার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন।
সারা দেশে বিশেষ করে পূর্ব ভারতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার নেতৃত্ব দিতে পারে সেই জায়গায় নিয়ে যেতে চান বলে জানান তিনি।
নতুন উপাচার্য বলেন, দুনিয়ার মধ্যে মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চান এই বিশ্ববিদ্যালয়কে। এর জন্য সবার সহযোগিতা কামনা করেন। অর্থাৎ নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরই বুঝিয়ে দিতে চান বিশ্ববিদ্যালয়ের খোলনলচে বদলে ফেলবেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই জুলাই ২০১৮ইং