আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নজরকাড়া বুটিকের সম্ভার নিয়ে এলো 'ডিজাইনার বুটিক"

    আরশি কথা

    তন্ময় বনিক,আগরতলাঃ
    কারোর অনুপ্রেরণা ছাড়াই শুধুমাত্র ইচ্ছা ও আত্মবিশ্বাসের উপর ভর করে নিজে কিছু করার তাগিদে শিখলেন সেলাই ও বুটিকের কাজ। বিয়ের পর এই অভীপ্সা আরও বেশি করে চেপে বসে। পরে অবশ্য স্বামী অনেকটা সহযোগিতা করেছেন। ফ্যাশান ডিজাইনার নিবেদিতা চক্রবর্তী বিগত ১৪ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। শনিবার( ২১জুলাই) আগরতলার আইতরমা সেন্ট্রাম এর দ্বিতলে নিজের শো-রুম ডিজাইনার বুটিকের এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 
    এর উদ্বোধন করেন বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার কর্ণধার সুবল কুমার দে এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যম হেডলাইনস ত্রিপুরার এডিটর প্রণব সরকার। 
    ডিজাইনার নিবেদিতা জানান, নিজের বাড়িতেই বুটিকের কাজ করেন। তার অধীনে রয়েছেন আরও কয়েকজন শিল্পী। বিগত প্রায় দু'মাস ধরে রামনগর চার নং রোডস্থিত বাড়িতে প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছেন। এখন বুটিকের অনেক চাহিদা আছে বলে জানান তিনি। "ডিজাইনার বুটিকে" অত্যাধুনিক এবং গুণমান সম্পন্ন বুটিকের কাজের নানা বস্ত্র সম্ভার রয়েছে। 
    যা গ্রাহকদের পছন্দ হবেই বলে- দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডিজাইনার নিবেদিতা। তিনি সবাইকে আহ্বান জানান, অন্তত একবার ডিজাইনার বুটিকে আসার জন্য। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২১শে জুলাই ২০১৮ইং           
    3/related/default