আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন ১৫০জন হজযাত্রী

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন রাজ্য হজযাত্রীরা। বৃহস্পতিবার(২৬জুলাই) সকালে হজযাত্রীদের বিদায় জানাতে আগরতলা বিমান বন্দরে ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। আসেন হজযাত্রীদের আত্মীয় পরিজনেরা। এবছর রাজ্য থেকে ৯৯জন পুরুষ ও ৫১জন মহিলা মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের সঙ্গে কোলকাতা পর্যন্ত যাচ্ছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন সহ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পাঁচজনের এক প্রতিনিধি দল। হজযাত্রীদের কোলকাতায় ভারত সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে রাজ্যে ফিরে আসবেন তারা। প্রসঙ্গত, বুধবার(২৫জুলাই) উদ্বোধন হয় রাজ্য হজ ভবনের। 
    সাতকোটি ১৯লক্ষ ৩৫হাজার টাকা খরচ করে নির্মাণ করা হয় এই ভবনটি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর উদ্বোধন করেছিলেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক আশিস কুমার সাহা সহ রাজ্য হজ কমিটির অন্যান্য নেতৃত্বরা।
    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হজযাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি "এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা " গড়ার লক্ষ্যে সমাজের সব অংশের মানুষের সহযোগিতা কামনা করেন।
     


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৬শে জুলাই ২০১৮ইং         
    3/related/default