রাজ্যের বিশিষ্ট স্বর্ণ ব্যাপারী শ্যামসুন্দর জুয়েলার্স এবার নিয়ে এলো হেলথ কার্ড। পাশাপাশি সেরাম এনালাইসিস সেন্টার প্রা: লিমিটেড নিয়ে আসছে গোল্ড কার্ড।১২ জানুয়ারি আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনব এই উদ্যোগটি সম্পর্কে জানালেন শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা এবং সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য।
তারা জানালেন গোটা রাজ্য এবং পশ্চিমবঙ্গে এই হেলথ কার্ড এবং গোল্ড কার্ডের সুবিধা পাওয়া যাবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে কোভিড যোদ্ধা, সংবাদমাধ্যমের ব্যক্তিত্ব এবং গ্রাহকদের জন্য শ্যামসুন্দর জুয়েলার্স-এর এটি একটি সময়োপযোগী প্রয়াস বলেই মন্তব্য করেন তারা।এই হেলথ কার্ড এর মাধ্যমে আকর্ষণীয় ছাড়ে সেরাম থেকে সমস্ত পরীক্ষা করার সুযোগ থাকবে। পাশাপাশি সেরামের দেওয়া গোল্ড কার্ড দেখিয়ে নির্ধারিত ছাড়ে শ্যামসুন্দর জুয়েলার্স থেকেও স্বর্ণালংকার ক্রয় করা যাবে। উল্লেখ্য, থ্যালাসেমিয়ামুক্ত দেশ গড়ার সংকল্প নিয়ে সেরাম এনালাইসিস সেন্টার প্রা: লিমিটেড গত ১৫ বছর ধরে যৌথ সামাজিক দায়িত্ব পালন করে চলেছে। এবার শ্যামসুন্দর জুয়েলার্স ত্রিপুরাতেও যৌথভাবে থ্যালাসেমিয়া মুক্ত ত্রিপুরা গড়ার প্রচেষ্টায় কাজ করবে বলেও জানান তারা।
আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৩ই জানুয়ারি ২০২২