আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাব্রুমে সুকান্তের বাড়িতে গেলেন ত্রিপুরা হিউম্যান রাইটস সংস্থার প্রতিনিধিরা

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    সাব্রুমের কলাছড়ায় সুকান্ত চক্রবর্তী খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। শনিবার(৭জুলাই) অর্গানাইজেশনের পক্ষ থেকে ৫ জনের এক প্রতিনিধি দল সাব্রুমে সুকান্ত চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার স্ত্রী তনুশ্রী বড়ুয়া( চক্রবর্তী) এর সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার সম্পাদক আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ, সংস্থার সদস্য আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, মৃন্ময় চক্রবর্তী ও সামন্ত সাহা। তারা রাজ্য সরকারের কাছে দাবি রাখবেন মৃত সুকান্ত চক্রবর্তীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার জন্য এবং তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়ার। ঐদিনের ঘটনার বর্ণনা নিহত সুকান্তের স্ত্রীর কাছ থেকে শুনতে পেয়ে গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করেন টিএইচআরও এর প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ জুন কলাছড়ায় গুজবের বিরুদ্ধে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রচারে গিয়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন সাব্রুমের তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তী। 

    ছবিঋণঃ পুরুষোত্তম রায় বর্মণ
    ৭ই জুলাই ২০১৮ইং         
    3/related/default