অভ্যুদয়
- সৈয়দ ইফতেখার আলম,বাংলাদেশ ঃ
- সৈয়দ ইফতেখার আলম,বাংলাদেশ ঃ
আমার একটা ব্যক্তিগত নদী থেকে বয়ে গেছে জল
সেটা কার কাছে খুঁজে পাচ্ছি না!
নদীর পাড়ে ভাঙন ছিল তুর্কিনাচন, দূরে লম্বা-বুনো ঝরনাও।
সবই মনের মতো একে একে সাজিয়েছিলাম—
কারণ অপেক্ষা ছিল মাছেরা খেলবে বলে।
ওহ, নাপানী বুঝতে পারছো না—
জল না গড়ালে নতুন মাছের অভ্যুদয় হবে না!
ছবিঃ সংগৃহীত
১লা জুলাই ২০১৮ইং