আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্রেক,চেইন ও সিট ছাড়া সাইকেলে ভারত ভ্রমণে স্বচ্ছ ভারতের বার্তা দেবেন্দ্র নাগবেরার

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    বাইসাইকেলে নেই চেইন,নেই ব্রেক,নেই সিট। আর এই অদ্ভুত বাইসাইকেল নিয়েই তিনি ভারত ভ্রমণে বের হয়েছেন। বার্তা দিতে চান স্বচ্ছ ভারত গড়ে তোলার। 
    পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দেবেন্দ্র নাগবেরা আসাম হয়ে ত্রিপুরায় এসেছেন। লক্ষ্য ২২হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দেশের সবকটি রাজ্য ছুঁয়ে যাওয়া। শুক্রবার তিনি আগরতলায় স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের সঙ্গে সাক্ষাৎ করেন। 
    স্বাস্থ্যমন্ত্রী তার এই উদ্যোগ এবং এই অদ্ভুত সাইকেল নিয়ে কসরতের প্রশংসা করেন। দুই হাত এবং পায়ের উপর ভর করেই এই চেইন, ব্রেক ও সিটবিহীন সাইকেল নিয়ে এগিয়ে যান তিনি। 
    সঙ্গে অবশ্য তার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২০শে জুলাই ২০১৮ইং  
    3/related/default