আরশি কথা'র ফটো গ্যালারীতে তরুণ প্রজন্মের চিত্রকর অর্কদীপ্তের পেইন্টিং...

আরশি কথা
পাহাড়ি এলাকায় বসবাসকারী কিছু জনজাতি জীবনযাপনের এই অসাধারণ চিত্রটি এঁকেছেন তরুণ প্রজন্মের চিত্রকর অর্কদীপ্ত দেবনাথ। পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ত্রিপুরা রাজ্যের প্রতিভাবান যুবক অর্কদীপ্ত ছবি আঁকার মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে খুঁজে পায়। নিজের আনন্দেই ছবি আঁকে সে। সেই ছবি কারোর ভালো লাগলে তাতে নিজের সফলতা খুঁজে পায় বলে আরশি কথা'কে জানায় অর্কদীপ্ত। ভালবেসে আরশি কথা'কে কিছু অমূল্য ছবি উপহার দেয় অর্কদীপ্ত। তরুণ প্রজন্মের চিত্রকর অর্কদীপ্ত দেবনাথের আগামী দিনের সার্বিক সফলতা কামনা করে আরশি কথা।      

শুভেচ্ছান্তে
আরশি কথা পরিবার

১৯শে জুলাই ২০১৮ইং
3/related/default