আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রথযাত্রা উৎসব ঘিরে আগরতলায় ব্যাপক প্রস্তুতি

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    রথযাত্রা উৎসব ঘিরে আগরতলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এবছর জগন্নাথ জিউ মন্দির ছাড়াও ইসকন মন্দির থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার রথ বের হবে। 
    ইসকন মন্দির থেকে এবছর তৃতীয় বারের মতো রথযাত্রা উৎসবের আয়োজন করা হচ্ছে। তাছাড়া রাজবাড়ির রথ, মনিপুরি সম্প্রদায়ের রথ সহ আরও কয়েকটি ছোটখাটো রথ বের হয় আগরতলা শহরে। জগন্নাথ মন্দিরে শুক্রবার(১৩জুলাই) থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ পূজার্চনা। 
    এদিন রাতে অধিবাস হয়। মন্দিরের বাইরে আনা হয়েছে রথ। 
    সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ মন্দির চত্বর। 
    শনিবার(১৪জুলাই) বিকেল ৪ টা নাগাদ রথের দড়িতে টান পড়বে। 
    রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রথ পুনরায় জগন্নাথ বাড়িতে ফিরে আসবে। সেখানে গুণ্ডিচা মন্দির নামে পৃথক একটি কক্ষে রাখা হবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। এদিকে মঠচৌমুহনী ইসকন মন্দির থেকে বের হবে তিনটি পৃথক রথ। ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ন গুরুজি কনফারেন্স হলে অস্থায়ী ভাবে গুণ্ডিচা মন্দির নির্মাণ করেছে ইসকন মন্দির কর্তৃপক্ষ। এদিকে রথযাত্রা উৎসব ঘিরে আরক্ষা প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ১৩ই জুলাই ২০১৮ইং      
    3/related/default