আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম আগরতলায় আসছে

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম আগরতলায় আসছে। বুধবার(২২আগস্ট) দিল্লীতে বিজেপি'র সদর কার্যালয়ে অস্থি কলস গ্রহণ করেন রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার চিতাভষ্ম নিয়ে আগরতলায় আসছেন তিনি। তারপর রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রেই চিতাভষ্ম নিয়ে পরিক্রমা করা হবে। সবশেষে একটি নির্দিষ্ট দিনে শুভ মুহূর্তে চিতাভষ্ম নদীতে ভাসিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে বাজপেয়ীর চিতাভষ্ম ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে। দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজপেয়ীর চিতাভষ্ম দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে পাঠানো হচ্ছে। সারা দেশের একশোটি বড় নদীতে চিতাভষ্ম ফেলা হবে। মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে বিজেপি এভাবেই বাজপেয়ীর চিতাভষ্ম সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

    ছবিঋণঃ ইন্টারনেট হইতে সংগৃহীত
    ২২শে আগস্ট ২০১৮ইং    
    3/related/default