আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শান্তিপূর্ণভাবে পালিত ঈদ উৎসব

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
     গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসবে মাতোয়ারা মুসলিম ধর্মাবলম্বীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় মসজিদগুলিতে ঈদের নামাজ পাঠ করেন অগণিত মুসলিম ধর্মপ্রাণ মানুষ। ঈদ-উজ-জুহা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যান্যবারের মতো এবছরও রাজধানী আগরতলার গেদু মিয়াঁর মসজিদে নামাজ পাঠের আয়োজন করা হয়। 
    নামাজ পাঠ করার পর একে অপরকে গলায় জড়িয়ে ধরে সৌভ্রাতৃত্ব বিনিময় করেন। 
    এই কুরবানি ঈদ উপলক্ষ্যে গেদু মিয়াঁর মসজিদের সামনে মেলাও বসে। মুসলিমরা এই ঈদ-উজ-জুহা উৎসবে পশু কুরবানি দেন। আত্মীয় পরিজন, প্রতিবেশী কিংবা দরিদ্রদের মধ্যে তা বিতরণ করা হয়। দুপুরে চলে ভুঁড়িভোজ। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঈদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যে শান্তি সম্প্রীতি ও অখণ্ডতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২২শে আগস্ট ২০১৮ইং   
    3/related/default