Type Here to Get Search Results !

ঘটা করেই পালিত হতে চলেছে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১০তম জন্মজয়ন্তী

তন্ময় বনিক, আগরতলাঃ
 মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১০তম জন্মজয়ন্তী বেশ ঘটা করে পালিত হতে চলেছে। রাজ্যের নয়া সরকারের কাছে প্রত্যাশা অনেক। যথেষ্ট সহযোগিতাও করছে। স্বীকার করলেন উদ্যোক্তা সংস্থা ত্রিবেগ ও ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারেল হেরিটেজ এর প্রতিনিধিরা। ১৯০৮ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন মহারাজা বীরবিক্রম। আগামী ১৯ এবং ২০ আগস্ট রবীন্দ্রভবনে হবে সাংস্কৃতিক সন্ধ্যা। তাছাড়া মহারাজার জীবনী নিয়ে চিত্র প্রদর্শনী হবে উজ্জয়ন্ত প্রাসাদ তথা স্টেট মিউজিয়ামে। এই অনুষ্ঠানটিও দু'দিন ব্যাপী চলবে। তাতে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত সেতার বাদক উস্তাদ শাহিদ পারভেজ খান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণ তো থাকছেনই। উদ্যোক্তা সংস্থা ত্রিবেগ এর পক্ষ থেকে ডঃ সৌরিষ দেববর্মা ও ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারেল হেরিটেজ এর তরফে প্রজ্ঞা দেববর্মণ বৃহস্পতিবার(১৬আগস্ট) আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই অনুষ্ঠানসূচী সম্পর্কে জানিয়েছেন। 
অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। দুইটি অনুষ্ঠানই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে পাস সংগ্রহ করতে হবে প্যালেস কম্পাউন্ডস্থিত চন্দ্রমহল থেকে। তাছাড়া অনুষ্ঠানের দিন রবীন্দ্র ভবনের সামনে থেকেও পাস সংগ্রহ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। মহারাজা বীরবিক্রমের ভাবধারা, আদর্শ, চিন্তা চেতনা জনগণের সামনে তুলে ধরার জন্যই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই আগস্ট ২০১৮ইং           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.