Type Here to Get Search Results !

রাজপথে ড্রেনের উপর অবৈধ কনস্ট্রাকশন ভাঙ্গতে চলেছে পুরনিগম

তন্ময় বনিক,আগরতলাঃ
 ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নামতে চলেছে আগরতলা পুরনিগম। প্রাথমিকভাবে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে সূর্য চৌমুহনী পর্যন্ত রাস্তাটি চিহ্নিত করা হয়েছে। ব্যবসায়ীদের শনিবার(৪জুলাই) পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। বুধবার(১আগস্ট) এলাকার কাউন্সিলার রত্না দত্ত ও পুরনিগমের কমিশনার শৈলেষ কুমার যাদব ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এমনিতেই সামান্য বৃষ্টি হলে জলে ডুবে যায় ওরিয়েন্ট চৌমুহনী থেকে সূর্য চৌমুহনী পর্যন্ত রাস্তাটি। রাস্তার দু'পাশে ড্রেন দীর্ঘ সময় ধরে সাফাই করা যাচ্ছেনা। এর ফলে ভেঙ্গে পড়েছে জল নিকাশি ব্যবস্থা। এর কারণ অধিকাংশ ব্যবসায়ীরাই ড্রেনের পর স্থায়ী কালভার্ট বসিয়েছেন। কেউ পাকা কনস্ট্রাকশন করে নিয়েছেন। এভাবেই ড্রেনের উপরের অংশ দখল করে নিয়েছেন ঐ রোডের অধিকাংশ ব্যবসায়ীরা। এর দরুন পুরনিগম ড্রেন সাফাই করতে পারছেনা। তাছাড়া ফুটপাথ দখল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। রাস্তায় লেগে থাকছে যানজট। রাজধানীর এই ব্যস্ততম শকুন্তলা রোডের এই হাল হওয়ায় স্বাভাবিক ভাবেই চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। শেষপর্যন্ত এবার পুরনিগম কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে চলেছে। 
কমিশনার শৈলেষ কুমার যাদব জানান, দখলদারদের শনিবারের মধ্যে জায়গা দখলমুক্ত করতে বলা হয়েছে। অন্যথায় ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্টে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পথ চলতি কিছু মানুষ এদিন প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ রাস্তার দু' পাশ দখল হয়ে যাওয়ায় হাঁটাচলা করাই দায় হয়ে পড়েছে। তাছাড়া ড্রেনগুলি সাফাই না হওয়ায় কিছুক্ষণের বৃষ্টিতেই জল জমে যায় শকুন্তলা রোডে। তাই প্রশাসনের এই উদ্যোগ সময়োচিত বলেই মনে করেন তারা। 

 ছবিঃ সুমিত কুমার সিংহ
  ১লা আগস্ট ২০১৮ইং       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.