আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হাওড়ায় লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস

    আরশি কথা
    রাজ রায়, কোলকাতাঃ 
     হাওড়ায় লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা নাগাদ কারশেড থেকে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনটি। ট্রেনটির শেষ কামরাটি লাইন থেকে নীচে নেমে যায়। 

    ঘটনার পর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত হাওড়ার ২১,২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন চালানো সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা বাদে পুরীর উদ্দেশ্যে রওয়ানা হয় ধৌলি এক্সপ্রেস। এদিকে ডাউন জগন্নাথ এক্সপ্রেস ও সম্বল্পুর এক্সপ্রেস হাওড়া ঢোকার পথে বাধা পেয়ে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে যায়। গোটা ঘটনায় কোনপ্রকার আহতের খবর নেই। পরিস্থিতি সামাল দিয়ে যাত্রী পরিষেবা ঠিক রাখতে অতি তৎপর রেলের কর্মকর্তারা। পাশাপাশি এই ঘটনার কোন প্রভাব পড়েনি লোকাল ট্রেন পরিষেবায়। 

    ছবিঃ সৌজন্যে রাজ রায়
    ২রা আগস্ট ২০১৮ইং         
    3/related/default