Type Here to Get Search Results !

কলেজে ছাত্রভর্তিতে অনিয়মের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এনএসইউআই'র

তন্ময় বনিক,আগরতলাঃ
 রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তির নামে ব্যাপক দুর্নীতি চলছে বলে ফের অভিযোগ তুলেছে এনএসইউআই। এবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয় ঘেরাও করে তারা। অভিযোগ বিজ্ঞান বিভাবে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কলা বিভাগে ভর্তি হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর পেছনে নাকি এবিভিপি'র হাত রয়েছে। একই সঙ্গে এনএসইউআই এর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের পদত্যাগের দাবিও তোলা হয়। শুক্রবার(৩আগস্ট) এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে ঘেরাও কর্মসূচী পালন করে সংগঠনের কর্মীরা। 
শ্রী দাস অভিযোগ করেন, বিভিন্ন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কলা বিভাগে ভর্তির জন্য চাপ দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে তাদের। এর পেছনে এবিভিপি কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী রতনলাল নাথও এরজন্য দায়ী বলে অভিযোগ করা হয়। তিনি স্কুল পরিদর্শন করছেন অথচ শিক্ষাক্ষেত্রে প্রকৃত সমস্যা সমাধানের দিকে নজর দিচ্ছেন না। এদিন উচ্চশিক্ষা অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের এই ছাত্রসংগঠনের কর্মীরা। ধর্নায় বসে তারা স্লোগান তোলেন ছাত্রভর্তির নামে দুর্নীতি ও শিক্ষায় গেরুয়াকরণ বন্ধ করার। এবছর ছাত্রভর্তির নামে ব্যাপক অনিয়ম চলছে বলে আগেও অভিযোগ তুলেছিলো এনএসইউআই। এখন দেখার তাদের এই অভিযোগের ভিত্তিতে উচ্চশিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয়।

ছবিঃ সুমিত কুমার সিংহ
৩রা আগস্ট ২০১৮ইং