Type Here to Get Search Results !

শহরের বুকে তৃণমূলের কালা দিবস পালন

রাজ রায়, কোলকাতাঃ
 অসমে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে যান তৃণমূলের আট সদস্যের
প্রতিনিধি দল৷ কিন্তু শিলচর বিমানবন্দরেই তাদের আটকে রাখে
নিরাপত্তারক্ষীরা৷ অসম প্রশাসনের তরফে জানানো হয় শিলচরে কার্ফু জারি
রয়েছে৷ তৃণমূল প্রতিনিধি দল শহরে প্রবেশ করলে উত্তেজনা তৈরি হতে পারে৷ 
কিন্তু নিরাপত্তাবলয় ভেদ করেই বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে প্রবেশ করতে
মরিয়া ছিলেন তৃণমূল সংসদীয় দলের প্রতিনিধিরা৷ তাদের বাধা দিলে
নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ, বিধায়করা৷ বিজেপি
শাসিত অসম প্রশাসনের আচরণের প্রতিবাদে শনি ও রবিবার রাজ্য জুড়ে কালা
দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস৷ 
এদিন শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে পালন করা হয় কালা দিবস৷
গোপালনগর, গড়িয়াহাটে  চলে কালা দিবস পালন৷ গোপালনগরে কালা দিবস
কর্মসূচীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন তৃণমূলের
কর্মী, সমর্থকরা৷ অসমে এনআরসি খসড়া ও শিলচরের ঘটনার প্রতিবাদে
গড়িয়াহাটে মিছিল করে পালিত হয় কালা দিবস৷ মিছিল থেকেই ডাক ওঠে
অবিলম্বে অসমের এনআরসি খসড়া বাতিল করতে হবে৷ অসমে মানবিকতা বিপন্ন বলে
দাবি করা হয় রাজ্যের শাসক দলের পক্ষ থেকে৷

ছবিঃ সৌজন্যে রাজ রায়
৪ঠা আগস্ট ২০১৮ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.