আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিতা .........সুব্রত দেব

    আরশি কথা
    স্ব- বিরোধী...

     সুব্রত দেব,আগরতলা

      আমি সুন্দর চির সুন্দর দূর্বার দ্বিগবিজয়ী,
      আমি পরিচ্ছন্ন সদা প্রস্ফুটিত
      মলিনকে করি বিদায়সম্ভাসন 
      "আমি" গগনে উঠা দিবাকরের রক্তিম আভা
      আমি শান্ত সরোবর, নই উত্তপ্ত লাভা
      আমি ধর্ম, মন্দির মসজিদে কাবা...
      আমি শান্ত, নই অশান্ত, বাধ্যবাধকতা
      আমি শোণিত: বহে যাওয়া দেহের লোহিত কণিকা 
      আমি আড়াল: সম্মুখে ঠেলি তারে, জবনিকা।
      আমি ভীষ্মের দৃঢ় প্রতিজ্ঞা, 
      যাহা বিশ্বকে করে অটল।।
      আমি কংসের সনের গোপন সহানুভুতি, 
      যাহা তার অমরত্বকে করে নিশ্চল।।
      আমি কর্ণের মত সূত প্রসূত, 
      ধারণ করি তাম্র কুণ্ডল।। 
      আমি সঞ্জীবনী, মৃতকে করি প্রাণদান
      আমি সব্যসাচী, অনির্বাণ।।
      আমি অকাল বসন্ত, জরাজীর্ণ নিখিল, 
      আমি ভাগাড়ের শকুনি, নই স্বার্থপর বসন্তের কোকিল 
      আমি মহাদেবের গলার নীলকণ্ঠ, 
      যাহা সুধা অমৃতকে করেছে চিরঞ্জীত।।

      ১৯শে আগস্ট ২০১৮ইং 
    3/related/default