আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাখী উৎসবকে কেন্দ্র করে খুশির আবহ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
     উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এক আনন্দঘন পরিবেশে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে পালিত হলো রাখী উৎসব। এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা নারী ও মেয়েরা মুখ্যমন্ত্রীর হাতে রাখী পরিয়ে দেন। বাদ যায়নি স্কুলের কচিকাঁচারাও।
    পরম যত্নে তারা রাখী বেঁধে দেয় মুখ্যমন্ত্রীর হাতে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে রাখী পরিয়ে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন অভিভাবক বোনেরাও। রাখী পরানো হয়েছে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব এবং তাদের সন্তানদেরকেও। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এদিন প্রত্যেককে উপহার দিয়েছেন। করিয়েছেন মিষ্টিমুখও। তিনি জানান, এবার থেকে দায়িত্ব আরও বেড়ে গেলো। 
    প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব বন্ধনে আবদ্ধ হলেন তিনি। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৬শে আগস্ট ২০১৮ইং
    3/related/default