আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেরালায় দুর্গতদের জন্য ত্রাণ, সংগ্রহে সিপিএম এর পশ্চিম জেলা কমিটি - রাস্তায় নামলেন মানিক সরকার

    আরশি কথা
    39786397_1975714236060099_5188299843365240832_n
    তন্ময় বনিক,আগরতলাঃ
     কেরালায় বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামলো সিপিএম। দলের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার(২১আগস্ট) রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ত্রাণ সংগ্রহ করা হয়। দীর্ঘ সময় পর সিপিএমকে এভাবে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নামতে দেখা যায়। আর এই ত্রাণ সংগ্রহে নামেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 
    IMG-20180821-WA0009
    তিনি নিজে শহরের বিভিন্ন দোকানে যান। সঙ্গে ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। 
    39813911_1975931516038371_2314986328866947072_n

    39834914_1975931699371686_8113907290521731072_n
    এদিন সকালে প্যরাডাইস চৌমুহনী এলাকা থেকে এই অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়। তাতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের সাধ্যমতো যে যা পেরেছেন সাহায্য করেছেন। 
    39605629_1975714019393454_241558053172805632_n

    39742753_1975713922726797_1942941091862937600_n
    পবিত্র কর জানান, কেরালায় ভয়াবহ বন্যায় সেই রাজ্যের ১৪ জেলাই বিধ্বস্ত হয়েছে। প্রায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। দশ লক্ষাধিক লোক ত্রাণ শিবিরে রয়েছেন। লক্ষ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মানবিকতার তাগিদে সিপিএমের পশ্চিম জেলা কমিটি কেরালাবাসীর পাশে দাঁড়াতে চায়। 
    IMG-20180821-WA0012

    IMG-20180821-WA0014
    এদিন অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শ্রী সরকার বিশেষ কিছু বলেননি। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২১শে আগস্ট ২০১৮ইং
    3/related/default