আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশের স্বনামধন্য কবি মাজেদুল হক সাহেবের কবিতা

    আরশি কথা
    অবরুদ্ধ সময়ের ব্যাকরণ মাজেদুল হক, বাংলাদেশ কংক্রিটের বিবর্ণ দেয়ালে পেরেকবিদ্ধ মানবতার বিলবোর্ডে ঝুলে আছে বিমূর্ত ভাবনা। ভাবনার নৈতিকতার বাঁধন ছিঁড়ে বেদনার্ত হয়ে উঠে মন ঝরনা ধারার মতো অবিরাম ঝড়তে থাকে বেদনাশ্রু। বেদনায় সিক্ত হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে নিদাঘ চিতায় অবরুদ্ধ সময়ের ব্যাকরণ। অবসাদ, সংবেদনশীলতা অস্তিত্বের মধ্যে জিঁইয়ে থাকলেও বোধের পাঁজরে এঁটে থাকে মিহি ধূলোর আস্তরণ। ক্লান্তিহীন, ঘুমহীন রাত্রির চৈতন্যে টোকা দিয়ে ঘেটে যাই ভগ্নাকৃত হৃদয়ের গভীরতা। প্রচ্ছন্ন নীরবতার রকমারী পসরা সাজিয়ে বানের জলের মতো ভেসে যাই অজানা গন্তব্যে...।

    ২রা সেপ্টেম্বর ২০১৮ইং

    3/related/default