পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

আরশি কথা
আগরতলা ডেস্কঃ
 পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর হবে ভোটগ্রহন। গণনা ২৬ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন চার ডিসেম্বর। 
 মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে পাঁচ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সাত ডিসেম্বর। মুখ্য নির্বাচনী আধিকারিক জি কে রাও শুক্রবার(২৩ ডিসেম্বর) মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেন। 
 
তিনি জানান মোট ১৫৮ টি আসনে উপনির্বাচন হবে। আগামী ২৬ নভেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রশাসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি। 

২৩ ডিসেম্বর ২০১৮ইং  
3/related/default