আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দ্বিতীয় দক্ষিণ এশিয়া যুবা সামিটে কার্যকরী কমিটিতে স্থান রাজ্যের যুবা সমাজকর্মীর

    আরশি কথা
    বরাবরের মতো সমাজসেবামুলক কাজে দক্ষতার সহিত নিদর্শন রেখে শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় দক্ষিণ এশিয়া যুবা সামিটে কার্যকরী কমিটিতে স্থান পেয়েছেন রাজ্যের যুবা সমাজকর্মী সুজিত ঘোষ। গোটা রাজ্যের কাছেই তা অত্যন্ত গর্বের বিষয়। সমাজসেবার দেড় দশকের অভিজ্ঞতা শ্রী ঘোষকে স্থান করে দিলো এক আন্তর্জাতিক মঞ্চে। যুবা সামিটে তিনি দায়িত্বভার সামলাবেন মূল অনুষ্ঠান পরিচালনার সহ-উপদেষ্টা এবং বিশ্বের বিভিন্ন বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের ভাষণপর্ব। ইন্টারন্যাশনাল ইয়ুথ কমিটি এই যুবা সামিটের উদ্যোক্তা। বিভিন্ন দেশ থেকে বাছাই করা মোট ৪৫০ জন যুবা সমাজকর্মী এতে অংশ নেবেন। এবারের সামিটের ভাবনা - " একটি সুসংহত দক্ষিণ এশিয়া "। শ্রীলংকার কলম্বোর বন্দর নায়েক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় দক্ষিণ এশিয়া যুবা সামিট। ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই সামিট। রাজ্যের সমাজকর্মী সুজিত ঘোষ মোট ১৮ জন পরিচালন কমিটির একজন অন্যতম সদস্য। ২৬ নভেম্বর তিনি কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা দেবেন। প্রসঙ্গত দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লকের কৃষ্ণনগর গ্রামের স্থায়ী বাসিন্দা সুজিত ঘোষ বিগত দেড় দশক ধরে নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ত্রিপুরা ভলান্টারী হেলথ এসোসিয়েশনের সহ-অধিকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

    এডিটর কলাম

    ২৩শে নভেম্বর ২০১৮ইং    
    3/related/default