Type Here to Get Search Results !

প্রতিকূল পরিস্থিতিতে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর কাজের প্রশংসায় খাদ্যমন্ত্রী

আগরতলা ডেস্কঃ
 সারা দেশের সঙ্গে রাজ্যেও বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ৫৬তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস। বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) এই উপলক্ষ্যে রাজ্যের মূল অনুষ্ঠান হয় রাজধানীর অরুন্ধুতিনগরস্থিত পুলিশ মাঠে। 
উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে গৃহরক্ষী বাহিনী ও সিভিল ডিফেন্সের জওয়ানদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাছাইকৃত জওয়ানদের পুরস্কৃতও করেন। খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গৃহরক্ষী বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন। প্রশংসা করেন তাদের কাজের। এদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক তার বক্তব্যে দুই বাহিনীর শহীদ জওয়ানদের স্মরণ করেন। অনুষ্ঠানে দুই বাহিনীর জওয়ানদের মার্চপাস্ট অবশ্যই প্রশংসার দাবি রাখে। 
হুড খোলা জিপে দাঁড়িয়ে মন্ত্রী শ্রী দেব জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন।
প্রতি বছর ৬ ডিসেম্বর দিনটিকে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

ছবিঃ সুমিত কুমার সিংহ

৬ই ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.