আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশ্বকাপ জিমনাস্টিকের আসরে ব্রোঞ্জ পদক দখল করে রাজ্যে ফিরলো সোনার মেয়ে দীপা কর্মকার

    আরশি কথা
    দীপক দে, আগরতলাঃ
     জার্মানিতে বিশ্বকাপ জিমনাস্টিকের আসরে ব্রোঞ্জ পদক দখল করেছিলো রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। বুধবার(৫ ডিসেম্বর) দীপা রাজ্যের মাটিতে ফিরে আসে। 
    পদ্মশ্রী এই জিমনাস্টের সঙ্গে ছিলেন তার দ্রোণাচার্য গুরু বিশ্বেশ্বর নন্দীও। মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এই আন্তর্জাতিক জিমনাস্ট ও তার কোচকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন খোদ ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা। আবেগে আপ্লুত দীপা জানান তার বয়েস এখনও ফুরিয়ে যায়নি। রাজ্যকে আরও পদক এনে দেওয়ার স্বপ্নে বিভোর তিনি। 
    দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন সামনের আন্তর্জাতিক আসরগুলিতেও পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দীপা।
    বিমানবন্দর থেকে দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী চলে আসেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদে। সেখানে পর্ষদ সচিব ডাঃ মানিক সাহা, যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ পর্ষদের পদাধিকারীরা সংবর্ধনা দেন দীপা এবং তার কোচকে। 
    পর্ষদ সচিব ডাঃ মানিক সাহা জানিয়েছেন, জিমনাস্টিক্সের জন্য অতি প্রয়োজনীয় ফোমপিঠ খুব শীঘ্রই এনএসআরসিসিতে বসছে। তখন আর বিশেষ কোন সমস্যা থাকবেনা রাজ্যের জিমনাস্টদের।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৫ই ডিসেম্বর ২০১৮ইং 
    3/related/default