Type Here to Get Search Results !

বিমানবন্দর থেকে পরপর গাঁজা উদ্ধারের ঘটনায় বাড়ছে দুশ্চিন্তা

আগরতলা ডেস্কঃ 
 একের পর এক বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধারের ঘটনা সত্যিই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সিআইএসএফ, বিমানবন্দর থানা সহ আরক্ষা প্রশাসনকে। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের নিয়ে প্রজ্ঞাভবনে ম্যারাথন বৈঠকের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এমবিবি বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার। মাছের বাক্স করে গাঁজা নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত জওয়ানরা তা উদ্ধার করে। ১৮ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয়েছে অমিতাভ দত্ত নামে এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে সে জানায় এগুলি বাপি চৌধুরী নামে এক ব্যক্তির। মাছের বাক্স করে এই বিপুল পরিমান শুকনো গাঁজা কোলকাতা হয়ে বিহার, ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিলো। বৃহস্পতিবারের(১৩ ডিসেম্বর) এই ঘটনায় বিমানবন্দরের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এর আগেও বিমানবন্দরে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। তারপরও গাঁজা পাচারকারীরা নিরাপদ ভেবে বিমানবন্দরকেই ব্যবহার করতে চাইছে। পরপর এই ধরনের ঘটনায় দুশ্চিন্তা বেড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে। সড়ক, রেল, বিমান প্রতিটি যোগাযোগের মাধ্যম সমানভাবে  ব্যবহার করছে গাঁজা পাচারকারীরা। রাজ্যে নয়া সরকার আসার পর বিগত আট মাস ধরে নেশাজাত সামগ্রীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চললেও তা বন্ধ করা যাচ্ছে না।

ছবিঃ সুমিত কুমার সিংহ
১৩ই ডিসেম্বর ২০১৮ইং   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.