Type Here to Get Search Results !

আগরতলায় বাংলাদেশের নতুন সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা

প্রভাষ চৌধুরী, ঢাকা থেকে: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নবনিযুক্ত সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা বলেছেন, ‘বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসাম; যেখানে বাংলা ভাষা প্রধান এবং দাপ্তরিক। বাংলা ভাষাভাষী মানুষের আদিবাস ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মীয়তা যুগ যুগান্তর। দুই দেশের মানুষের মধ্যে চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। এই মেলবন্ধন ঐতিহাসিক।’ তিনি বলেন, ‘ত্রিপুরায় এসে মনে হচ্ছে নিজ দেশে রয়েছি। এই রাজ্যের মানুষদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে।’ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে দায়িত্ব বুঝে নেওয়ার সময় সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা এসব কথা বলেন। বিদায়ী সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) মো. জাকির হোসেন ভূঁইয়া, সেকেন্ড সেক্রেটারি (দ্বিতীয় সচিব) মো. ইকবাল হোসেনসহ ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনকে বিদায় জানান তারা। পরে সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কিরীটি চাকমা। কিরীটি চাকমা সাংবাদিকদের বলেন, ‘ভারত তথা উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ত্রিপুরা ও বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টাই করব।’

তিনি দক্ষিণ আমেরিকার ব্রাজিলের ব্রাসিলিয়াতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

১২ই ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.