আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রত্নাকরের আচ্ছাদনে বাল্মীকির জিজ্ঞাস্য ......

    আরশি কথা
    বর্তমানে চারিদিক একটু লক্ষ্য করলেই দেখা যায় অদ্ভুত এক আত্মতৃপ্তিতে একে অপরের কুৎসা গাইছে  …. একে অপরকে ছোট করে চলেছেশুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয় । সর্বক্ষেত্রে একই চিত্র । অপার্থিব এক আনন্দে নেশাশিক্ত হয়ে সমাজের কিছু অংশ এই মনুষ্যত্ব নিধন যজ্ঞে ব্রতী হয়ে একে সামাজিক ব্যধিতে পরিণত করেছে অবাক মনে বহু প্রশ্নে জর্জরিত হয়ে জড়িয়ে থাকা বন্ধুসুলভ অনুভূতিগুলিকে স্বার্থপুরনের ব্যর্থতায় এক নিমেষে উধাও হতে দেখা যাচ্ছে অবিরত । যেখানে বয়েস বা সম্মান অথবা অভিজ্ঞতারও কোন বাছবিচার মানা হয়না মনের গভীরে জমাটবাঁধা কুৎসিত কালো অন্ধকার শিক্ষা ও সচেতনবোধকে আগ্রাসী মনোভাবে কলুষিত করতে চাইছে অহর্নিশ । প্রতিদিন ঘটে যাওয়া দৃশ্যপট নিয়ে আমরা এতটাই নিমগ্ন থাকি যে অন্তরে লুকিয়ে থাকা মনুষ্যত্বের এই মৃত্যুদূতরূপী চোরাবালিতে একটু একটু করে তলিয়ে যাওয়া অনুভূতির আড়ালে থাকছে । আপন , বন্ধুত্ব ও সম্পর্কের সংজ্ঞার পদস্খলনে মুখোশধারী আত্মজরাও পিছিয়ে থাকতে চায়না এই সময়ে ... এ কোন উন্নতিশীল সুশীল সমাজ ? ... প্রগতির পথে ধাবমান মনুষ্যজাতি গতিজাড্যের বশবর্তী হয়ে কি শুভবোধকে বিসর্জন দিল ? ... সবার সঙ্গে থেকে একা এগিয়ে যাবার গোপন অভিসারের পথে হৃদয়ের রবীন্দ্রনাথ কি আজও রক্তাক্ত ? ... ব্যক্তিস্বার্থের চাপে বিলুপ্তির পথে সমষঠির স্বার্থ !!!!! এইরকম বহু প্রশ্নে জীবনের মানে নতুন করে খুঁজতে যাওয়া রবীন্দ্রনাথ – সুকান্ত – নজরুল বোধে অভ্যস্ত ভাবনারা আজ দিশাহীন । কিছু স্থবিরতা ও কিছু অস্থিরতায় দাঁড়িপাল্লায় শিক্ষা ও ইচ্ছা । কাকে গ্রহণ করবে মানুষ ???? ... কবিতা ও কল্পনায় সুন্দরতার স্তুপ সাজিয়ে রাখা অভ্যেসও তার নীচে চাপাপড়া ধীরে ধীরে বাড়তে থাকা অযত্নের বারুদের স্তুপের সন্ধান পাবে একদিন, এটা নিশ্চিত । ফিনিক্স পাখীর অভিধানের সারমর্মে উদ্বুদ্ধ হওয়া হঠাৎ কোন আগুনপাখীর মৃত্যুঝাঁপে সেই বারুদ তার স্বভাবসিদ্ধ বিস্ফোরণও ঘটাবে ... হয়তো এই দৃশ্যপটেও বিস্ফোরণস্থল থেকে দূরে থাকা কেউ কেউ আলোচনা সমালোচনায় মুখরিত হবে চেনা ভঙ্গিতে ...... কিন্তু অজান্তে আগুনের আঁচে পুড়ে যাওয়া বোধ একদিন ক্ষতকে চিহ্নিত করবে পিঠ দেখানো রাস্তার পথিকদের......

    রত্নাকরের আচ্ছাদনে বাল্মীকির জিজ্ঞাস্য - " মুখ দেখানো যাবে তো !!! "

    কলম চলবে......
                                                                                                           

    এডিটর ডেস্ক

    ছবিঋণঃ সৌজন্যে ইন্টারনেট
    ৬ই জানুয়ারি ২০১৯ইং 

    3/related/default