আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগস্ট পর্যন্ত সভাপতি থাকছেন বিপ্লব কুমার দেবই

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     আগামী আগস্ট মাস পর্যন্ত রাজ্য বিজেপি'র সভাপতির পদে থাকছেন বর্তমান সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই। রাজ্য বিজেপি'র পক্ষ থেকে সভাপতি পদে বিপ্লব কুমার দেবকেই রেখে দেওয়ার দাবি জানানো হয় অমিত শাহকে। সেই দাবি মেনে নেন দলের সর্বভারতীয় সভাপতি। সোমবার প্রদেশ বিজেপি'র পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। 
    তিনি আরও বলেন, প্রদেশ নেতৃত্বের এই দাবি মেনে নেওয়ায় খুশি দলের সকল অংশের কর্মীরা। শ্রী দেব তার কার্যকালের তিন বছর দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে বিজেপি সরকার গঠন করার ক্ষেত্রে কাণ্ডারির ভূমিকায় থেকে জয়লাভ করেছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও জয়ের মুখ দেখে বিজেপি। তাই প্রদেশ নেতৃত্ব সম্প্রতি রাজ্য সফরকালে অমিত শাহ এর কাছে দাবি জানায়। সেই দাবি মেনে নেন তিনি। জানিয়েছেন রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী ভৌমিক। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই জল্পনা চলছিলো রাজ্য বিজেপি'র সভাপতি কে হচ্ছেন তা নিয়ে। উঠে আসে বেশ কয়েকটি নাম। এনিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের ঘাটতি ছিলোনা। শেষ পর্যন্ত তাতে বিরাম পড়লো। লোকসভা নির্বাচন রাজ্য বিজেপি পার করবে বিপ্লব কুমার দেব এর নেতৃত্বেই।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৭ই জানুয়ারি ২০১৯ইং  
    3/related/default