আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধর্মঘটের বিরোধিতায় বিজেপি

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     মঙ্গল ও বুধবার ( ৮ এবং ৯ জানুয়ারি ) দেশব্যাপী ধর্মঘটের তীব্র বিরোধিতা করলো বিজেপি। সকল অংশের শ্রমিক কর্মচারীদের কর্মস্থলে যাওয়ায় আহ্বান জানানো হয়েছে। এই দুইদিন জনজীবন স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানান রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, কোনও যানবাহন কিংবা দোকানপাট ধর্মঘটের দিনগুলিতে ক্ষতিগ্রস্থ হলে দলের পক্ষ থেকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি বিএমএস এর প্রতি আহ্বান জানান তারা যেন যানবাহন নিয়ে রাস্তায় বের হন। সকল অংশের সরকারি, আধা সরকারি সংস্থার কর্মচারী ও আধিকারিকদের প্রতি আহবান জানান কর্মস্থলে যাওয়ার জন্য। ধর্মঘটের বিরোধিতা করে বিজেপি প্রচার চালাবে বলেও জানানো হয়। শ্রীমতী ভৌমিক ধর্মঘট সমর্থনকারীদের সমালোচনা করে বলেন, স্ট্রাইক যেন এদের বাৎসরিক ক্যালেন্ডারের প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে। 
    ধর্মঘটের ফলে শ্রমিক,কৃষক, দিনমজুররা যেমন ক্ষতিগ্রস্থ হন তেমনি এর প্রভাব পড়ে অর্থব্যবস্থার উপর। এধরণের বনধ সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিমত প্রকাশ করেন তিনি। সোমবার ( ৭ জানুয়ারি ) রাজ্য বিজেপি'র কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছিলেন সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৭ই জানুয়ারি ২০১৯ইং 
    3/related/default