আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিনদিন ব্যাপী ৪৬তম রাজ্যভিত্তিক বিজ্ঞান,অংক ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী আগরতলায়

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     " আমাদের প্রতিটি স্পন্দনে বিজ্ঞান রয়েছে। যেকোনো বিষয়ে যেকোনো ভাবে বিজ্ঞান সর্বত্র রয়েছে। বিজ্ঞান মেলার উদ্দেশ্যই হচ্ছে - কী ভাবে বিজ্ঞানের মাধ্যমে সমস্যার সমাধান করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া " - কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার(২ জানুয়ারি ) থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৪৬তম রাজ্যভিত্তিক বিজ্ঞান,অংক ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী। 
    মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বর্তমান সময়ে ভারতে বিজ্ঞানের উন্নয়নে গৌরবগাঁথা তথ্যও তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি এল ধারুরকর, বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠান ঘিরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২রা জানুয়ারি ২০১৯ইং 
    3/related/default