আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলায় শুরু চতুর্দশতম আঞ্চলিক সরস মেলা

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     বুধবার ( ২ জানুয়ারি ) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ১২ দিন ব্যাপী চতুর্দশতম আঞ্চলিক সরস মেলা। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। 
    উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বিধায়ক আশিষ কুমার সাহা, রতন চক্রবর্তী, রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। স্বসহায়ক দলের প্রায় ২৫০ স্টলের উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় এবারের সরস মেলা। রাজ্যপাল তার ভাষণে জাতির জনক মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন এই মেলার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে বলে আশা ব্যক্ত করেন। স্বসহায়ক দলের উৎসাহ বৃদ্ধিতে সরস মেলার গুরুত্বের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেলার সাফল্য কামনা করেন মন্ত্রী এন সি দেববর্মা। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২রা জানুয়ারি ২০১৯ইং 
    3/related/default