সক্ষম সাইকেল ডে'তে সাইকেল চালালেন মন্ত্রী রতনলাল নাথ

আরশি কথা
আগরতলা ডেস্কঃ
 পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে সাইকেল চালানোর উপর এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষকে সাইকেল চালাতে অনুপ্রেরণা যোগানোর জন্য হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। সেই উদ্দেশ্যেই পালিত হয় সক্ষম সাইকেল ডে। 
রবিবার (২০ জানুয়ারি) এই উপলক্ষ্যে আগরতলায় সাইকেল র‍্যালি হয়। তার আগে এক অনুষ্ঠান হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। তাতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক আশিস কুমার সাহা। 
মন্ত্রী রতনলাল নাথ সাইকেল চালানোর উপযোগিতা নিয়ে আলোচনা করেন। তিনি নিজেও হেলম্যাট মাথায় পরে সাইকেল র‍্যালিতে অংশ নেন। সাইকেল চালিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন বিধায়ক শ্রী সাহাও। মন্ত্রী ও বিধায়ককে সাইকেল চালাতে দেখে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ে। তারাও বেশ উৎসাহ নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে জানুয়ারি ২০১৯ইং

3/related/default