Type Here to Get Search Results !

হায়দ্রাবাদে অনুষ্ঠিত দু'দিন ব্যাপী কনক্লেভে প্রশংসিত টিজিবিআরসেটি

আরশিকথা ডেস্কঃ
 গত ২৯ এবং ৩০ জানুয়ারি হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ রুরাল ডেভেলপমেন্টে দু'দিন ব্যাপী এক কনক্লেভ অনুষ্ঠিত হয়বিগত দিনগুলিতে সারা দেশের একশ'টি জেলায় যে প্রাইম মিনিস্টার আউটরিচ প্রোগ্রাম চলেছে তার পর্যালোচনা করা হয় এই কনক্লেভে। যে সব ব্যাংকের দশটির কম আরসেটি স্পনসর করা আছে তাদের নিয়ে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য দেশের ৫৮৬ টি আরসেটির সবগুলিই কোনো না কোনো ব্যাংক এর দ্বারা স্পনসর করা। ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের কর্মকর্তাগণ,আরসেটি গুলির ন্যাশনাল ডিরেক্টর এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন আরসেটির ডিরেক্টর সহ বহু গণ্যমান্য ব্যক্তিরা এই কনক্লেভে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এখানে টিজিবিআরসেটির স্পনসর হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকটিজিবিআরসেটির তরফে সংস্থার ডিরেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী ন্যাশনাল ইন্সটিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট আয়োজিত এই কনক্লেভে উপস্থিত ছিলেন।
তথ্য অনুযায়ী প্রাইম মিনিস্টার আউটরিচ প্রোগ্রামগুলিতে টিজিবিআরসেটি এক অগ্রণী ভূমিকা পালন করছেসেইজন্য গ্রামোন্নয়ন দপ্তরের কর্তারা এই সংস্থার তারিফ করে বলেন যে গোটা উত্তর পূর্বাঞ্চলের যতগুলো আরসেটি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, তার মধ্যে সব চাইতে ভালো কাজ করেছে এই সংস্থা। ডিরেক্টর প্রসেনজিৎ বাবু জানান যে এই ব্যাপারে ব্যাংকের চেয়ারম্যান এর ভূমিকা সবথেকে বেশী প্রশংসার দাবী রাখে। এছাড়াও. ব্যাংকের উচ্চ পদস্থ আধিকারিকরা সবসময় এই সংস্থার কাজের তদারকি করেন বলেই এটা সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামীদিনে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন সংস্থার ডিরেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী।

ছবিঃ নিজস্ব

১৩ই ফেব্রুয়ারি ২০১৯ইং.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.