আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যুব কংগ্রেসের ২৪ ঘণ্টা অনশন

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     যুব কংগ্রেসের আক্রোশ। ২৪ ঘণ্টার অনশন আন্দোলন কর্মসূচী পালন করলো প্রদেশ যুব কংগ্রেস। রবিবার ( ৩ মার্চ ) আগরতলায় কংগ্রেস ভবনের সামনে অনশন আন্দোলনে বসে তারা। এই কর্মসূচীর নাম দেওয়া হয় যুব আক্রোশ। যুব কংগ্রেসের অভিযোগ বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলো তার কোনটাই এক বছরে পূরণ করা হয়নি। বিশেষ করে যুবাদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিলো। অথচ তা করা হয়নি। ভাতা সাতশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার কথা বলা হয়েছিলো। কিন্তু বাজেটে দেখা যায় মাত্র তিনশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হচ্ছে। যুব কংগ্রেসের দাবি রাজ্য সরকার যেন নির্বাচনের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করে। তাদের এদিনকার কর্মসূচীতে কর্মীদের উপস্থিতির হার ভালোই লক্ষ্য করা গিয়েছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩রা মার্চ ২০১৯ইং