আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টিজিবিআরসেটিতে বিএসএফ সেকেন্ড ইন কমান্ড এর ভিজিট

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    গত ১৪ ফেব্রুয়ারি বিএসএফ এর ৭৪নং ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড রোশন কুমার টিজিবিআরসেটিতে ভিজিট করেন। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার গাজা বিরোধী ও মাদক বিরোধী অভিযান জারি রেখেছে। যারা এই নেশা কারবারের মাধ্যমে রোজগারে জড়িত ছিলো তাদের জন্য বিশেষ ট্রেনিং এর মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করতেই বিএসএফ সেকেন্ড ইন কমান্ড এর এই ভিজিট। প্রসঙ্গত সিপাহিজলা জেলার একটা অংশের লোকেরা এই ব্যবসার মাধ্যমেই রুজিরোজগারের পথ বেছে নিয়েছিলো যা বর্তমানে বন্ধ হয়ে যাওয়াতে আয়ের পথে বাধা সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন সংস্থার ডিরেক্টর শ্রী প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে।. শ্রী চক্রবর্তী এই সংস্থার ৬১ রকমের ট্রেনিং সংক্রান্ত বিষয়ে বিস্তৃত বিবরণ দেন এবং ট্রেনিং এর সমস্ত নিয়ম কানুনও তাকে অবগত করান।. বিএসএফ এর তরফে এই আলোচনার পর সন্তোষ ব্যক্ত করা হয় ও আগামী অর্থবছরে যাতে এই ট্রেনিংগুলি সাফল্যের সাথে করা যায় সেই বিষয়ে প্রতিশ্রুতিও প্রদান করা হয়। পরিদর্শনের সময় বিএসএফ এর সঙ্গে এই জেলার এনইআরএলপির ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার জীবন দেববর্মাও উপস্থিত ছিলেন।
    এই আলোচনাপর্বকে এক ফলপ্রসু প্রয়াস বলে অভিমত ব্যক্ত করেন টিজিবিআরসেটির ডিরেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী। কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করা গেলে এই জেলার লোকেরা নূতন আলোর মুখ দেখতে পাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

    ২০শে মার্চ ২০১৯ইং

    .
    3/related/default