বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
গত ৭ মার্চ টিজিবিআরসেটির বর্তমান বছরের তৃতীয় ডিএলআরএসি মিটিং অনুষ্ঠিত হয়। এই কমিটিতে মোট বারো জন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারম্যান হচ্ছেন জেলা শাসক ও সহ-চেয়ারম্যান হচ্ছেন ত্রিপুরা গ্রামীন ব্যাংক এর চেয়ারম্যান। অন্যান্য বারের মতো এই মিটিং এবারও ডি এম অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় টিজিবিআরসেটির বর্তমান বছরের কাজের বিস্তৃত আলোচনা করা হয়। এছাড়া সবার সম্মতিক্রমে আগামী বছরের বাৎসরিক প্ল্যানও অনুমোদিত হয়। ট্রেনিং সংক্রান্ত সমস্ত বিলও এই সভায় পাস করা হয়। সভায় সকল সদস্যরা টিজিবিআরসেটির কাজে সন্তোষ ব্যক্ত করেন। এছাড়াও সভায় আগামী অর্থ বছরে রাজ্য সরকারের স্বাবলম্বন প্রকল্পের ট্রেনিংগুলিও টিজিবিআরসেটির মাধ্যমে করানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে জেলার পক্ষ থেকে প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষে সংস্থার তরফে ডিরেক্টর শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
১০ই মার্চ ২০১৯ইং
গত ৭ মার্চ টিজিবিআরসেটির বর্তমান বছরের তৃতীয় ডিএলআরএসি মিটিং অনুষ্ঠিত হয়। এই কমিটিতে মোট বারো জন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারম্যান হচ্ছেন জেলা শাসক ও সহ-চেয়ারম্যান হচ্ছেন ত্রিপুরা গ্রামীন ব্যাংক এর চেয়ারম্যান। অন্যান্য বারের মতো এই মিটিং এবারও ডি এম অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় টিজিবিআরসেটির বর্তমান বছরের কাজের বিস্তৃত আলোচনা করা হয়। এছাড়া সবার সম্মতিক্রমে আগামী বছরের বাৎসরিক প্ল্যানও অনুমোদিত হয়। ট্রেনিং সংক্রান্ত সমস্ত বিলও এই সভায় পাস করা হয়। সভায় সকল সদস্যরা টিজিবিআরসেটির কাজে সন্তোষ ব্যক্ত করেন। এছাড়াও সভায় আগামী অর্থ বছরে রাজ্য সরকারের স্বাবলম্বন প্রকল্পের ট্রেনিংগুলিও টিজিবিআরসেটির মাধ্যমে করানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে জেলার পক্ষ থেকে প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষে সংস্থার তরফে ডিরেক্টর শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
১০ই মার্চ ২০১৯ইং