তোর প্রতীক্ষায় আছি....
সন্ধ্যা তারা,বাংলাদেশ
তুই কী আমার আকাশ হবি’
বলেছিলি ,তুই আমার খোলা আকাশ হবি মেঘলা দিনে ভেজাবি আমায় বলেছিলি সূর্য হয়ে শক্তি দিবি। তোর স্বপ্নময় বুকে নির্দ্বিধায় উড়তে দিবি। মনে পড়ে তোর? তুই বলেছিলি চাঁদ থেকে একমুঠো জ্যোৎস্না এনে আমার খোঁপায় পরাবি। বলেছিলি বসন্ত বাতাসে--- আমার হলুদ আঁচল ভরাবি লাল পলাশে। বলেছিলি তুই আমার বাম অলিন্দে একটি গোলাপের চারা বুনে দিবি। বলেছিলি,আমার স্বপ্ন গেঁথে গেঁথে তুই আমার কবি হবি, তারপর তোর ভরাট কন্ঠস্বরের দীপ্ত উচ্চারণে আমায় মাতাল করবি। আমি কাঙাল হয়ে বসে আছি-- তুই এসে আমায় সম্রজ্ঞী করবি। আয় না প্রিয়------ উদাস হাওয়ায় আমি তোর প্রতীক্ষায় আছি।
সন্ধ্যা তারা,বাংলাদেশ
তুই কী আমার আকাশ হবি’
বলেছিলি ,তুই আমার খোলা আকাশ হবি মেঘলা দিনে ভেজাবি আমায় বলেছিলি সূর্য হয়ে শক্তি দিবি। তোর স্বপ্নময় বুকে নির্দ্বিধায় উড়তে দিবি। মনে পড়ে তোর? তুই বলেছিলি চাঁদ থেকে একমুঠো জ্যোৎস্না এনে আমার খোঁপায় পরাবি। বলেছিলি বসন্ত বাতাসে--- আমার হলুদ আঁচল ভরাবি লাল পলাশে। বলেছিলি তুই আমার বাম অলিন্দে একটি গোলাপের চারা বুনে দিবি। বলেছিলি,আমার স্বপ্ন গেঁথে গেঁথে তুই আমার কবি হবি, তারপর তোর ভরাট কন্ঠস্বরের দীপ্ত উচ্চারণে আমায় মাতাল করবি। আমি কাঙাল হয়ে বসে আছি-- তুই এসে আমায় সম্রজ্ঞী করবি। আয় না প্রিয়------ উদাস হাওয়ায় আমি তোর প্রতীক্ষায় আছি।
২৫শে এপ্রিল,২০১৯ইং