AGARTALA EVENTS FOR YOU” -র উপস্থাপনায় THE BLUE ELEPHANT CAFE তে “CURLIES” এর সহযোগিতায় গত ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হলো আধুনিক ধারার গানের সমাহারে “SUNSET UNPLUGGED” শীর্ষক এক অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান পরিকল্পনায় ছিলো TOTELL সংস্থা।
অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিলো এমন একটি আয়ত মঞ্চ তৈরী করা যেখানে রাজ্যের তরুণ অবিদিত একক সঙ্গীতশিল্পী বা ব্যান্ড যারা স্বাধীনভাবে নিজস্ব স্বকীয়তা নিয়ে প্রচার বিমুখ বা বলা যেতে পারে এখনো যাদের সঠিকভাবে প্রচারে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি,বিশেষত তাদের এবং প্রতিষ্ঠিত সুপরিচিত শিল্পীদের একই মঞ্চে রাজ্যবাসীদের সামনে তুলে ধরা।
TOTELL এর প্রতিনিধি দলের সদস্য বিশাল, রুদ্র, শোভাদিত্য, অর্ণবদের অক্লান্ত পরিশ্রম ও অদম্য প্রচেষ্টাই এই অনুষ্ঠানের সফলতা নিশ্চিতভাবে প্রমান করেছে।
তারা জানান যে এইরকম সক্রিয় সাড়া সবার থেকে পেলে আগামী পদক্ষেপেও আরও কিছু ভালো কাজ করে দেখাতে পারবে। গোটা অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফলতায় রাখার বিষয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয় TOTELL এর সহ-প্রতিষ্ঠাতা জয়শঙ্কর ভট্টাচার্য কে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছিলো যথাক্রমে -----
● মেঘবালিকা (সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত ব্যান্ড)
● কে কে রিয়া (একক সঙ্গীত শিল্পী)
● গ্রূজ প্রজেক্ট (Grus Project,ব্যান্ড)
● রুদ্র সরকার (একক সংগীত শিল্পী)
● মৈত্রেয় (একক শিল্পী)
পরিশেষে স্বাত্ত্বিক ও বনশ্রীর সঞ্চালনার মাধ্যমে পরবর্তী আকর্ষণের অপেক্ষার আহবান এবং আরো নতুন অভিজ্ঞতার স্বাদ নেয়ার বিষয়টি খুব সুন্দরভাবে ব্যক্ত হয়।
তথ্য ও ছবিঋণঃ সৌজন্যে সাগরিকা নাথ শর্মা
২০শে এপ্রিল ২০১৯ইং