Type Here to Get Search Results !

ভাট এবং চাইল্ড লাইনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশেষ আলোচনা চক্র

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
সারা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হয়  অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। দিবসটিকে কেন্দ্র করে বুধবার (২৬জুন) ভলান্টারি হেলথ এ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং চাইল্ড লাইনের উদ্যোগে আগরতলার সার্কিট হাউজে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশুসুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব জাকির হোসেন ভুঁইয়া, ত্রিপুরা রাজ্য আইনি সহায়তা অথরিটির সদস্য-সচিব শুভাশিস শর্মা রায়।
প্রথমে ভাট'এর কার্যকরী অধিকর্তা ডঃ শ্রীলেখা রায় মাদক পাচার সংক্রান্ত প্রতিস্থাপনা সবার সামনে তুলে ধরেন।পরে বক্তারা একে একে রাজ্য,দেশ ও আন্তর্জাতিক স্তরের মাদকাসক্ত, মাদক পাচার, সামাজিক অবক্ষয়, যুবসমাজের মাদকের প্রতি আকর্ষণ ইত্যাদি নানা বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় চাইল্ড লাইনের সদস্য, বিভিন্ন সামাজিক সংস্থা, সংবাদ ব্যক্তিত্ব সহ অন্যান্যরা অংশ নেন। 
গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী সুজিত ঘোষ।

২৮শে জুন ২০১৯