Type Here to Get Search Results !

অবহেলা"...... বাংলাদেশ থেকে খোরশেদ আলম বিপ্লব এর কবিতা

অবহেলা...

একদিন তুমি যাকে বলতে আমায় ছেড়ে যেও না দূরে, ঠিক তখন মনে হতো তুমি বিহীন বড্ড একা হয়ে যাব। একদিন কথা না হলে অস্থির হয়ে যেতে আনমনে, সেই তুমি কিনা তাকে বিহীন দিব্যি ভালোই আছো। প্রতিদিনের ন্যায় আগের মতো ঠিক করে কথাও বলো না, ইচ্ছে বাহন আর পার্শ্ব সরলার কাছে খোঁজ নেওয়া না অনিচ্ছায় ভর করে। একদিন যাকে দেখার অজুহাতে তিন রাস্তার মোড়ে দাঁড়াতে, সময়ের আবর্তে একবারও বলোনা ক্ষুদেবার্তায় "খুব দেখতে ইচ্ছে করছে"। অথচ! অনুভূতিতে তাকিয়ে দেখো সেই মানুষটি প্রতি মুহূর্ত অপেক্ষায়, একটু কথা শোনার প্রতীক্ষা অপলক চাহনিতে দেখার আশায়। ভেবোনা,এমনি করে হয়তো একদিন অনুভবে চিরন্তর খুঁজবে সেদিন, তাকে ঘিরে উম্মাদের ন্যায় ভালবাসি কিনা শুনতে চাইবে। কিন্তু! সুখ পিয়াসী পথিক সেদিন তোমার অবহেলার ভিড়ে, কোন সান্ধ্যোক্ষনে নিজেকে হারাবো বহুদুরে-গহীন নির্জনে-চিরতরে।

-- খোরশেদ আলম বিপ্লব, বাংলাদেশ

১লা জুন ২০১৯ইং


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.