নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সোচ্চার হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার (২৬জুলাই) একযোগে ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ধর্নায় বসে এবিভিপি'র সমর্থক ছাত্রছাত্রীরা।
রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে সোচ্চার হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার (২৬জুলাই) একযোগে ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ধর্নায় বসে এবিভিপি'র সমর্থক ছাত্রছাত্রীরা।
নিজ নিজ কলেজের পরিকাঠামোগত বিভিন্ন সমাধানের দাবিতে সোচ্চার হয় তারা। রাজধানীর এমবিবি, বিবিএমসি, মহিলা মহাবিদ্যালয়ে একই চিত্র পরিলক্ষিত হয়। সংগঠনের পতাকা হাতে নিয়ে এবং দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে ছাত্রছাত্রীরা।মোট ১৫ দফা দাবিতে এদিন মহিলা মহাবিদ্যালয়ের এবিভিপি ইউনিট ধর্নায় বসে। এবিভিপি'র এই আন্দোলন ঘিরে সব ক'টি সাধারণ ডিগ্রি কলেজেই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় উচ্চশিক্ষার মানোন্নয়নে কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে আগামীদিনেও তাদের আন্দোলন জারি থাকবে।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৬শে জুলাই ২০১৯