আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পৃথিবীর কাছে শনি" -- সুকান্ত একাডেমি থেকে দেখার ব্যবস্থা

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
    পৃথিবী এখন শনি এবং সূর্যের মধ্যে অবস্থান করছে। তাই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে মহাকাশে শনি গ্রহের অবস্থান অত্যন্ত স্পষ্ট হবে। এই তিন মাস শনিগ্রহ সন্ধ্যায় মহাকাশের দক্ষিণ পূর্বাংশে অবস্থান করবে। তাই এই গ্রহকে খালি চোখে দেখা গেলেও বলয় দেখতে হলে টেলিস্কোপের মাধ্যমে দেখতে হবে। এই তিন মাস শনিগ্রহের অবস্থানকে স্পষ্ট করার জন্য সুকান্ত একাডেমির পক্ষ থেকে কিছু কর্মসূচী নেওয়া হয়েছে। 
    সুকান্ত একাডেমির সুউচ্চ ছাদ থেকে উন্নতমানের টেলিস্কোপের মাধ্যমে সবাই যেন এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুলাই) থেকে আগামী ২৭ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত সবাই তা প্রত্যক্ষ করতে পারবেন। ২৮ জুলাই থেকে প্রতি রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা ৩০মিনিট পর্যন্ত এই কর্মসূচী নিয়মিত ভাবে অনুষ্ঠিত হবে।
    উৎসাহীদের অগ্রিম নাম নথিভুক্ত করার জন্য সুকান্ত একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলেই বলয় সহ শনিগ্রহকে দেখা সম্ভব। 

    ছবিঋণঃ সৌজন্যে ইন্টারনেট 

    ২৫শে জুলাই ২০১৯    
    3/related/default